ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৫৩৬

শেখ হাসিনাকে ফোন করলেন ইমরান খান 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪০ ২ অক্টোবর ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন বৃহস্পতিবার। আগের দিন তাকে টেলিফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার বিকালে শেখ হাসিনাকে ফোন করেন তিনি।
বাংলাদেশ সরকার প্রধানের প্রেস সচিব ইহসানুল করিম এ খবর দিয়েছেন। তিনি বলেন, এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন ইমরান খান।
কোন উদ্দেশ্যে এ ফোন? ইহসানুল করিম বলেন, কুশলাদি বিনিময়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন ইমরান। চোখের চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
সম্প্রতি লন্ডনে চোখের অস্ত্রোপচার হয়েছে বঙ্গবন্ধু কন্যার।
জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদান শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন শেখ হাসিনা। আগামীকাল ভারত সফরে যাচ্ছেন তিনি। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় তার।
ইমরান খানও জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো বৈঠক হয়নি।
এ অঞ্চলের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থাও তৈরি হয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দেন দুই দেশের নেতা।